মেহেরপুর নিউজ:
মেহেরপুরে ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ করেছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। রবিবার দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের উদ্যোগে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে মশারি বিতরণ করা হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন উপস্থিত থেকে ১ হাজার মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ করেন। মশারি বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মিজানুর রহমান হিরন,জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন আহমেদ, মেহেরপুর জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইব্রাহিম আলী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতা প্রমুখ ও উপস্থিত ছিলেন।