বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ঢাকা ট্যোবাকো’র বিরুদ্ধে তামাকচাষীদের স্বারকলিপি প্রদান

By মেহেরপুর নিউজ

April 26, 2017

মেহেরপুর নিউজ, ২৬ এপ্রিল: ঢাকা ট্যোবাকো কোম্পানী লিমিটেডের বিরুদ্ধে তামাক চাষীদের হয়রানী করার প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেছে চাষীরা।

বুধবার দুপুরে তামাক চাষী মতিয়ার রহমানের নেতৃত্বে জেলার বিভিন্ন গ্রামের তিন শতাধিক তামাকচাষী জেলা প্রশাসক পরিমল সিংহর কাছে স্বারকলিপি তুলে দেন। জেলার প্রশাসক তা গ্রহস করেন।

এসময় গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম সেখানে উপস্থিত ছিলেন।

স্বারকলিপিতে বলা হয়েছে। চুক্তি অনুযায়ী ৩শ চাষীকে ঢাকা ট্যোবাকো কোম্পানী লিমিটেড তামাক চাষের প্রয়োজনীয় উপকরণ ও লোন প্রদান করেন। কিন্তু চাষ শেষে এখন লোন বাবদ তামাক ক্রয় কররেও বাকি তামাক নিতে ক্রয় করতে নারাজ। এমন অবস্থায় চাষীরা তামাক ডিপোতে নেওয়া হলে চাষীরা অর্ধনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। এমন অবস্থায় চাষীদের কল্যানে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন চাষীরা।