বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে তাজ কোরিয়ান ল্যাংগুয়েজ ট্রেনিং সেন্টারের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

June 10, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকায় তাজ কোরিয়ান ল্যাংগুয়েজ ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালের দিকে ফিতা কেটে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন, মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল সিমনসহ অতিথিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল সিমনসহ স্থানীয় ব্যবসায়ীগন। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তাজ কোরিয়ান ল্যাংগুয়েজ ট্রেনিং সেন্টারের কর্ণধার মোমতাজুল হক তাজ।  এ সময় সেখানে মোনাজাত করা হয়।