মেহেরপুর নিউজ,১১ মার্চ: মেহেরপুর প্লেয়াস স্পোটস জোানের উদ্যোগেস্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত তাপস স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরী জয়লাভ করেছে।
শনিবার অনুষ্ঠিত খেলায় আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরী ৪ উইকেটে রায়পুর ক্রিকেট একাডেমীকে পরাজিত করেন। টচ জিতে প্রথমে ব্যাট করতে নেমে রায়পুর ক্রিকেট একাডেমী ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে বেরহান ৩২ রান সংগ্রহ করেন। আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরীর বদু ৪ উইকেট লাভ করে। জবাবে ব্যাট করতে নেমে আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরী ১৬ ওভার ৪বলে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায। দলের পক্ষে সেলিম ৩০ রান করেন। রায়পুরের পক্ষে বিল্পব ও বিজন ২ কওে উইকেট দখল করেন।