খেলাধুলা

মেহেরপুরে তাপস স্মৃতি ফুটবল টুর্নামেন্ট নাগরাজ একাদশ ফাইনালে

By মেহেরপুর নিউজ

April 22, 2019

মেহেরপুর নিউজ, ২২ এপ্রিল: মেহেরপুর তাপস স্মৃতি সংঘের উদোগে সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত তাপস স্মৃতি ফুটবল টুর্নামেন্ট নাগরাজ একাদশ ফাইনালে উঠেছে।

সোমবার অনুষ্ঠিত ১ম সেমিফাইনাল খেলায় নাগরাজ একাদশ ২-০ গোলে এফসিবিকে পরাজিত হয়।

বিজয়ী দলের জয় ও মিকাইল ১ টি করে গোল করেন।