মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ নভেম্বর: মেহেরপুর প্রেসক্লাব, সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থা এবং ডাব্লিউ বি বি ট্রাস্টের উদ্যোগে সোমবার মেহেরপুর প্রেসক্লাব মিলনায়তনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) আইন/০৫ বাস্তবায়নে গনমাধ্যমের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আল আমিন হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাংবাদিক রফিক-উল আলম, সুবাহ’র নির্বাহী পরিচালক মঈন-উল আলম, সাংবাদিক মহাসিন আলী, জুলফিকার আলী কানন, মীর সউদ আলী চন্দন, আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।