বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে তালাকপ্রাপ্ত স্ত্রী ও শ্বশুরের হামলায় জামাই আহত

By মেহেরপুর নিউজ

November 03, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ নভেম্বর:

তালাক প্রাপ্ত স্ত্রীর দায়ের করা মামলায় হাজিরা দিয়ে ফেরার সময় মামলার বাদি তালাকপ্রাপ্ত স্ত্রী ও শ্বশুরের হামলায় জামাই হাফেজ দোলোয়ার হোসেন আহত হয়েছেন। বুধবার দুপুরের দিকে মেহেরপুর আদালত চত্বরে ওই ঘটনা ঘটে। জানা গেছে, কুষ্টিয়ার পোড়াদহের খোকন শেখের ছেলে হাফেজ দেলোয়ার হোসেনের সাথে প্রায় ৪ বছর আগে মেহেরপুর শহরের শিশু বাগান পাড়ার জাহিদের মেয়ে নূরজাহানের সাথে বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে এক কন্যা সন্তানের জন্ম নেয়। পরে তাদের মধ্যে বনিবনা না হওয়ায় দেলোয়ার তার স্ত্রী নূরজাহানকে তালাক দেয়। এ ঘটনায় নূরজাহান বাদি হয়ে মেহেরপুর আমলী আদালতে দেলোয়ারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। গতকাল ওই মামলায় হাজিরা দিয়ে আদালত থেকে বের হওয়ার সময় নূর জাহান ও তার পিতা জাহিদ হাফেজ দোলোয়ার হোসেনের উপর অতর্কিত হামলা চালালে তিনি আহত হন। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মেহেরপুরে ইজি বাইক চালকের হামলায় যাত্রী আহত ইজি বাইকে ভাড়া আদায়কে কেন্দ্র করে ইজি বাইক চালকের হামলায় শফিউল ইসলাম নামের

এক যাত্রী আহত হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর শহরের ওয়াপদা মোড় এলাকায় ওই ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনার সময় মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের ফকির মোহাম্মদের ছেলে সফিউল ইসলাম একটি ইজি বাইক চড়ে ওয়াপদার মোড়ে নেমে ভাড়া দেওয়া নিয়ে চালকের সাথে বচ্চা হয়। এ  সময় ইজি বাইক চালকের হামলায় যাত্রী শফিউল ইসলাম আহত হয়। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেহেরপুর গাড়াডোব গ্রামে গাছ থেকে পড়ে শিশু আহত গাছে উঠে খেলা করার সময় গাছ থেকে পড়ে শাকিল (৬) নামের এক শিশু মারাত্মক আহত হয়েছে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বুধবার মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের আব্দুস সালামের ছেলে শাকিল বাড়ির পাশের একটি কাঁঠাল গাছে উঠে খেলা করার সময় গাছ থেকে পড়ে যায়। এতে সে মারাত্মক আহত হয়।