আইন-আদালত

মেহেরপুরে তিন ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

By মেহেরপুর নিউজ

March 06, 2017

মেহেরপুর নিউজ,০৬ মার্চ: ড্রাম শিটের চিমনি ব্যবহার এবং কাঠ পুড়িয়ে ইট তৈরি করার অপরাধে মেহেরপুরের গাংনী উপজেলার তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে ১৫৩০ মন কাঠ জব্দ করা হয়েছে। সোমবার দুপুরে পর্যন্ত মেহেরপুর গাংনী উপজেলার মালশাদহ ও পোড়াপাড়া সড়কে পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান। এসময় পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক আব্দুল গফুর উপস্থিত ছিলেন। পরিদর্শক আব্দুল গফুর জানান, ড্রাম শিটের চিমনি ব্যবহার করে ইট তৈরি করে পেিরবশ দুষণের অপরাধে তাদের দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভাটায় পোড়ানোর ১৫৩০ মন কাঠ জব্দ করা হয়েছে। তিনি জানান, গাংনীর মালশাদহ গ্রামের স্টার ব্রিকস নামের ইটভাটার মালিক ইনামুল হকের ৭০ হাজার টাকা, একই গ্রামের হালিম ব্রিকসের মালিক আব্দুল হালিমকে ৭০ হাজার টাকা এবং পোড়াপাড়া সড়কে এবিসি ব্রিকসের মালিক আমজাদ হোসেনের নিকট থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।