আইন-আদালত

মেহেরপুরে তিন ইটভাটা মালিকের ৫৫ হাজার টাকা জরিমানা

By মেহেরপুর নিউজ

December 23, 2015

মেহেরপুর নিউজ,২৩ ডিসেম্বর: ইটভাটায় কাঠ পোড়ানো ও নিষিদ্ধ টিনের চিমনি ব্যবহার করার অপরাধে মেহেরপুরের তিন ইট ভাটা মালিকের নিকট থেকে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকালে মেহেরপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসনের এনডিসি মোহাম্মদ নুর এ আলম এ আদালত পরিচালনা করেন। দন্ডিতরা হলেন: মেহেরপুর সদর উপজেলার বাবরপাড়া গ্রামের ইটভাটা মালিক মোজাম্মেল হকের ২০ হাজার , শওকত আলীর ৩০ হাজার, এবং একই উপজেলার খোকসা গ্রামের জাহিরুল ইসলামের ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ নুর এ আলম বলেন, ইট ভাটায় কাঠ পোড়ানো ও টিনের চিমনি ব্যবহার করার অপরাধে ইট পোড়ানো নিয়ন্ত্রন আইন ২০১৩ এর ৬ ধারায় ওই তিন ইটভাটা মালিকের নিকট থেকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।