বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

By মেহেরপুর নিউজ

January 09, 2017

মেহেরপুর নিউজ, ০৯ জানুয়ারী: ‘শেখ হাসিনার দর্শন, বাংলাদেশের উন্নয়ন’ এই প্রতিপাদ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেহেরপুরে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকালে শহীদ সামছুজোহা পার্কে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন। পরে শহীদ সামছুজোহা নগর উদ্যানের মফিজুর রহমান মুক্ত মঞ্চে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনিছুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব মঈনুল হক আনছারী, মেহেরপুর পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, উপদেষ্টা আশকার আলী।

অনুষ্ঠানে মুল প্রতিপাদ্যের উপর আলোচনা করেন মেহেরপুর সরকারী কলেজের সহযোগী অধ্যপক আব্দুল্লাহ আল আমিন। বক্তব্য রাখেন পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস প্রমুখ। এরআগে প্রধান অতিথি বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন। এসময় তিনি অতিথিদেও সাথে নিয়ে মেলার স্টল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিছুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব মঈনুল হক আনছারী, মেহেরপুর পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, উপদেষ্টা আশকার আলী, স্থানীয় সরকারের উপ-পরিচালক খাইরুল হাসান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর. (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম শফিউল আজম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ, আঞ্চলিক পাসপোট কর্মকর্তা বশির উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম তৌফিকুজ্জামানসহ জেলার সরকারী কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

মেলায় মেহেরপুর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মেহেরপুর পৌরসভা, এলজিইডি, গণপূর্ত বিভাগ, সকড় ও জনপদ বিভাগ, মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা বিভাগ, কৃষি বিভাগ, পার্সপোট অফিস, জাতীয় মহিলা সংস্থা, ডিবিএস, পল্লী উন্নয়ন বোর্ড, বিসিকসহ বিভিন্ন সংগঠনের ৫৭টি স্টল দেওয়া হয়েছে।

উদ্বোধন শেষে সন্ধ্যার পর সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।