তথ্য প্রযুক্তি

মেহেরপুরে তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষ

By মেহেরপুর নিউজ

January 29, 2017

মেহেরপুর নিউজ,২৯ জানুয়ারি: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে অনুষ্ঠিত তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষ হয়েছে।

স্থানীয় সরকারের উপপরিচালক খাইরুল হাসানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি ছিলেন সিভির সার্জন ডা. রাশেদা সুলতানা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ।

বক্তব্য দেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরদার। পরে মেলায় অংশগ্রহণকারী স্টলসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলো: মহাজনপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার, মটমুড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, আমঝুপি পোষ্ট ই সেন্টার, মেহেরপুর প্রধান ডাকঘর, মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়, সরকারী মহিলা কলেজ, সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, মুজিবনগর উপজেলা কৃষি অফিস, সদর উপজেলা পরিষদ,মেহেরপুর পৌরসভা, মুক্তপাঠ মেহেরপুর, স্বাস্থ্য বিভাগ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণী সম্পদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, তরুণ উদ্ভাবন সাদ্দাম হোসেন, সদর উপজেলা ভুমি অফিস ও মেহেরপুর পৌর সভা। এছাড়াও কুইজ প্রতিযোগীতায় প্রথম নাজিয়া রেজা, ২য় আব্দুর রশিদ ও ৩য় আফরিন আমানকে পুরস্কার দেওয়া হয়।