আইন-আদালত

মেহেরপুরে তিন মাদক ব্যবসায়ীর ৬ মাস করে জেল

By মেহেরপুর নিউজ

September 22, 2015

মেহেরপুর নিউজ,২২ সেপ্টেম্বর: মেহেরপুর শহরে একজন এবং গাংনীতে দু’মাদক ব্যবসায়ীর ৬ মাস করে জেল দিয়েছেন পৃথক দুটি ভ্রাম্যমান আদালত । মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে মেহেরপুরের বাসস্ট্যান্ডে আদালত পরিচালনা করে জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুর এ আলম ইমন নামের এক যুবককে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ১৯(১) ৭ক ধারায় ৬ মাস জেল দিয়েছেন। দন্ডিত ইমন বাসস্ট্যান্ড পাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে। এর কিছুক্ষন আগে পুলিশ একই স্থানে অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। এদিকে, মঙ্গলবার দুপরে গাংনীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাহাত মান্নান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জহিরুল ও মনিরুল নামের দু’মাদকসেবীর ৬ মাস করে জেল দেন। দন্ডিত জহিরুল উপজেলার বালিরমাঠ গ্রামের তাঁরা চাঁদ আলীর ছেলে এবং মনিরুল ইলিয়াস একই গ্রামের ইসলামের ছেলে । এর আগে ধলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ প্রসেন কুমার সাহা গাংনীর মালাসাদহ এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ তাদের তিনজনকে আটক করে। দন্ডিতদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানানা পুলিশ কর্মকর্তারা।