বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে তিয়ানশির শেয়ারিং প্রোগ্রাম

By মেহেরপুর নিউজ

March 20, 2017

মেহেরপুর নিউজ,২০ মার্চ: মেহেরপুরে তিয়ানশি বাংলাদেশ কোঃ কোঃ এর উদ্যোগে মেগা ও.পি.পি এবং শেয়ারিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার  জেলা পরিষদ মিলনায়তনে মুন্সি মোজাম্মেলহকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল। বিশেষ আলোচক ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান, এইট স্টার ইনতাজ আলী, সেভেন স্টার সাইদুর রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা পরিষদের সদস্য আব্দুল কুদ্দুস, নার্গিস আরা, মজিরুল ইসলাম, খাজা মইনদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।