সাহিত্য ও সাময়িকী

মেহেরপুরে “ত্রিমোহনা” ও “বলাকা ধবল উত্তরীয়” কাব্যগ্রন্থদ্বয়ের প্রকাশনা উৎসব

By মেহেরপুর নিউজ

May 29, 2015

মেহেরপুর নিউজ,২৯ মে: যাঁদের চিত্তে পাবার ব্যাকুলতা আছে, হারাণোর ভয় আছে, পেয়েও না পাওয়ার উদাসী রসবোধ আছে- এ ধরণের লেখা স্থান পাওয়া তিন কবির রচিত “ত্রিমোহনা” এবং “বলাকা ধবর উত্তরীয়” কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ড. গাজী রহমান, বাসরী মোহন দাস ও ফজলুল হকের যৌথ কাব্যগ্রন্থ “ত্রিমোহনা” এবং ড. গাজি রহমানের একক কাব্যগ্রন্থ “বলাকা ধবর উত্তরীয়”। সাবির সংগীত ও সমাজ কল্যাণ পরিষদ মেহেরপুর জেলা শাখার আয়োজনে শুক্রবার রাতে মেহেরপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতুর সভাপতিত্বে প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে

উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবেউপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রফিকুল্লাহ খান। অনুষ্ঠানে মোড়ক উন্মোচণ করেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. খালেদ হোসা্ইন। প্রকাশনা উৎসবে স্বাগত বক্তব্য রাথেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. শামস আলদীন সুমন। বক্তব্য রাথেন প্রকাশিত কাব্যগ্রন্থের কবি ড. গাজি রহমান, বাসরী মোহন দাস ও ফজলুল হক সিদ্দিকী। এর আগে অনুষ্ঠানে শুরুতে অতিথিদের উত্তরীয় পরানো হয়। প্রকাশনা উৎসব শেষে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।