খেলাধুলা

মেহেরপুরে থ্রি-বয়েজ জিমের যাত্রা শুরু

By মেহেরপুর নিউজ

May 03, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ মে: মেহেরপুর কাসারি পাড়ারস্থ আশরাফুন প্লাজার ৪র্থ তলায় ব্যক্তি উদ্যোগে যাত্রা শুরু করলো থ্রি-বয়েজ জিম। আজ রাত ৮ টায় জিমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু। সভাপতিত্ব করেন জিমের প্রধান মেহেবুব হাসান জনি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ক্রিড়া সংস্থারসদস্য সচিব আতাউল হাকিম লাল মিয়া,আবু সুফিযান হাবু,যাদুখালী স্কুল এন্ড করেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টিপু, জিমের প্রশিক্ষক বেলাল হোসেন। বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শ্বাশত নিপ্পন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য শামিম জাহাঙ্গির সেন্টু ,হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

প্রমুখ।