বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণে সনদপত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

June 09, 2023

মেহেরপুর নিউজ:

গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে যশোর ও মেহেরপুর জেলার সমবায় কার্যক্রম বিস্তীর্ণ করণে সুবিধাভোগী সদস্যদের ৪ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণে সনদপত্র বিতরণ।

শুক্রবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে সমবায় কার্যক্রম বিস্তৃতকরণ প্রকল্পে সুবিধাভোগী সদস্যদের ৪ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

মেহেরপুর জেলা সমবায় কর্মকর্তা প্রভাষচন্দ্র বালার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা মনিরুজ্জামান, সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষার উপস্থিত ছিলেন। ৪ দিনের প্রশিক্ষণে সমবায় কার্যক্রম বিস্তৃতকরণ প্রকল্পের ১শ জন সুবিধাভোগী অংশগ্রহণ করে।