মেহেরপুর নিউজ:
প্রয়োজন যেখানে, ত্রাণ পৌঁছে যাবে সেখানে” মেহেরপুর জেলা প্রশাসনের এ স্লোগানকে সামনে রেখে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সরকারিভাবে এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এর ব্যক্তিগত তহবিল করোনাভাইরাসের বিস্তার রোধ ও চলমান পরিস্থিতি মোকাবিলায় দরিদ্র দিনমজুর মানুষদের মধ্য ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার সূচনা করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
এ সময় প্রত্যেক পরিবারের ১০ কেজি করে চাল ৫ কেজি করে আলু, ২ কেজি করে ডাল, ২ লিটার তেল ১ কেজি করে লবণ, ২ কেজি করে পেঁয়াজ বিতরণ করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান সেখানে উপস্থিত ছিলেন। করোনা ভাইরাস সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্মহীন মানুষ জন যাতে বাড়িতে বসে বসে খাদ্য পায় তারই লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।