বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে দশ গুনীশিল্পিকে সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

December 29, 2017

মেহেরপুর নিউজ, ২৯ ডিসেম্বর: মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর ৫ গুনীশিল্পিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার সন্ধায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জমকালো এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধিতরা হলেন, ২০১৬ সালের জন্য জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক খন্দকার জবসেদ আলী, শামীম জাহাঙ্গীর সেন্টু, সদস্য হাসানুজ্জামান মালেক, অ্যাড. পল্লব ভট্রাচার্য, যাত্রা শিল্প মীর ফারুক হোসেন। ২০১৭ সালের জন্য জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক এখলাছুর রহমান টাবলু, সহ-সভাপতি নুরুল আহামেদ, অভিনেতা আনোয়ারুল হাসান, শিল্পি শহীদুল ইসলাম, সাংস্তৃতিক কর্মী আব্দুল্লাহ আল আমিন।

জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি মোমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক খাইরুল হাসান, জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রহীম শাহীন, রুহুল কুদ্দুস টিটো।

বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কালচারাল কর্মকর্তা তানভীর আহামেদ, সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহবায়ক নিশান সাবের, শিল্পি পারমিতা ভট্রাচার্য প্রমুখ। অনুষ্ঠানে প্রতিক্রিয়া ব্যাক্ত করেন সংবর্ধিত খন্দকার জবসেদ আলী, শামীম জাহাঙ্গীর সেন্টু, হাসানুজ্জামান মালেক, অ্যাড. পল্লব ভট্রাচার্য, মীর ফারুক হোসেন এখলাছুর রহমান টাবলু, নুরুল আহামেদ, আনোয়ারুল হাসান, শহীদুল ইসলাম, আব্দুল্লাহ আল আমিন।

এরআগে আগে সংবর্ধিতদের ফুল ছিটিয়ে বরণ করা হয় এবং ক্রেষ্ট, সনদপত্র ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক করা হয়। অনুষ্ঠানে ১০ শিল্পিকে সংবর্ধনা প্রদান উপলক্ষে স্বরণীকার মোড়ক উম্মোচন করা হয়।