বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

April 13, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ইসলামিক ফাউন্ডেশন মিলনাতনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ তাওহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় মূল আলোচক হিসেবে আলোচনা করেন মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজ উদ্দিন। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক এ জে এম সিরাজুম মুনির, সুপারভাইজার আমানুল্লাহ আমান প্রমূখ।

আলোচনা সভায় যাকাত দেয়া সম্পর্কে সবাইকে সচেতন করতে যাকাত বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন, দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা, গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।