বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে দিনব্যাপী ‘লার্নিং এন্ড আর্নিং’ মেলা

By মেহেরপুর নিউজ

December 20, 2016

মেহেরপুর নিউজ,২০ ডিসেম্বর: ‘আমরা হব জয়ী, আমরা দুর্বার, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে আইসিটি হবে হাতিয়ার’ শীর্ষক প্রতিপাদ্যে মেহেরপুরে দিনব্যাপী লার্নিং এন্ড আর্নিং মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে তথ্য ও গণযোগাযোগ মন্ত্রনালয়ের আইসিটি বিভাগের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কে এম আতাউল হাকিম লাল মিয়া, মেহেরপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক হাসানুজ্জামান মালেক, জেলা দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকউটর পল্লব ভট্টাচার্য, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মফিজুর রহমান । মেলায় সরকারী, বেসরকারী, এনজিও সংস্থা, ইউনিয়ন উদ্যোক্তা ও পোষ্ট ই সেন্টারসহ বিভিন্ন ধরণের ৪০টি স্টল স্থান পেয়েছে। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফরহাদ হোসেন বলেন, বর্তমান সরকার তথ্য প্রযুক্তির মাধ্যমে যুব সমাজের উন্নয়নে কাজ করে চলেছে। যুবকরা তথ্য প্রযুক্তির ব্যবহার করে স্বাবলম্বী হচ্ছে। বিশ্বায়নের এই যুগে যুবকরা চ্যালেঞ্জ গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সভাপতির বক্তব্য জেলা প্রশাসক পরিমল সিংহ বলেন, যুব সমাজকে উন্নত করার লক্ষ্যে লার্নি এন্ড আনিং প্রকল্প সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। তথ্য ও প্রযুক্তি নির্ভর যুব সমাজ প্রতিষ্ঠা করতে পারলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।