আইন-আদালত

মেহেরপুরে দু’কারেন্টজাল বিক্রেতার জরিমনা, জাল বিনষ্ট

By মেহেরপুর নিউজ

August 25, 2015

মেহেরপুর নিউজ,২৫ আগষ্ট:

মেহেরপুর শহরের গরুর হাটে অভিযান চালিয়ে ২ কারেন্ট জাল বিক্রেতার কাছে থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলো: নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার মাসিন্দি গ্রামের লুতফর রহমানের ছেলে মকবুল হোসেন এবং মেহেরপুর সদরের তেরোঘরিয়া গ্রামের আবু জাফরের ছেলে আবু বকর। এ সময় বেশকিছু কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আরিফ হোসেন আদালত পরিচালনা করে এ রায় দেন। তিনি বলেন, কারেন্ট জাল বিক্রি এবং তা ব্যবহার করে মাছ আহরণ করা করা দন্ডনীয় অপরাধ। সে মোতাবেক মৎস্য সংরক্ষন আইন ১৯৫০ এর ৪(ক) ধারায় নাটোরের মকবুল হোসেনকে ৩ হাজার এবং মেহেরপুরের আবু জাফরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে তিনি জানান।