বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে দুগ্ধ ও মাংস উৎপাদনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

By মেহেরপুর নিউজ

June 05, 2023

মেহেরপুর নিউজ:

সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন। দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোর ও মেহেরপুর জেলায় সমবায় কার্যক্রম বিস্তৃতকরণ প্রকল্পে সুবিধাভোগী সদস্যদের ৪ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে সমবায় কার্যক্রম বিস্তৃতকরণ প্রকল্পে সুবিধাভোগী সদস্যদের ৪ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা সমাজের কর্মকর্তা প্রবাস চন্দ্র বালার সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন প্রকল্প পরিচালক ও যুগ্ম-নিবন্ধক মোঃ মিজানুর রহমান। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে খুলনা জেলা সমবায় কর্মকর্তা, জসীমউদ্দীন, মেহেরপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা মনিরুজ্জামান, সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষার উপস্থিত ছিলেন। ৪ দিনের প্রশিক্ষণে সমবায় কার্যক্রম বিস্তৃতকরণ প্রকল্পের ১শ জন সুবিধাভোগী অংশগ্রহণ করছে।