রাজনীতি

মেহেরপুরে দু’টি ইউনিয়নের সদস্য ও নারী সদস্য পদে উপ-নির্বাচন চলছে

By মেহেরপুর নিউজ

November 18, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ নভেম্বর:

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মেহেরপুর সদর উপজেলার  পিরোজপুর ইউনিয়নের ৭,৮ও ৯ ওয়ার্ডের নারী সদস্য পদে এবং গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ৬ টি বুথে সকাল ৮ টা থেকে ভোট চলছে।  ভোট কেন্দ্র দায়ীত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার আসাদুজ্জামান জানান, এ ওয়ার্ডে ৩১৮৩ ভোটারের মধ্যে নারী ভোটার সংখ্যা ১৬৩৫ জন এবং পুরুষ ভোটার সংখ্যা ১৫৩৮ জন। উপনির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা  করছেন। এরা হলেন আওয়ামীলীগ সমর্থক আবু হানিফ  (মোরগ মার্কা), সাহারুল ইসলাম (টিউবওয়েল মার্কা), হিজরুল ইসলাম  বৈদ্যতিক পাখা) ও বিএনপি সমর্থক একমাত্র প্রার্থী আবু বক্কর (ফুটবল মার্কা)। বিএনপি সমর্থিত প্রার্থী আবু বক্কর অভিযোগ করে বলেন, ভোট কেন্দ্রের নিকটে আওয়ামীলীগ সমর্থিত হিজরুল ইসলাম ও সাহারুল ইসলামের সমর্থকরা ভোট শুরুর দিকে ভোটারদের নিয়ে টানা হেচড়া করে আতংক সৃষ্টি করেন। পরে স্থানীয় পুলিশের বিষয়টি নিয়ন্ত্রণে আনেন। কাথুলি ইউনিয়নের চেয়ারম্যান কাবুল হোসেন  জানান, যেহেতু ওয়ার্ড লেভেলের ভোট, সেহেতু এটি যেন নিরপেক্ষ অবাধ ও শান্তিপূর্ণ হয় এব্যাপারে প্রশাসনকে আমরা অনুরোধ করেছি। অপরদিকে, পিরোজপুর ইউনিয়নের সচীব এরশাদ আলী জানান, সংরক্ষিত এ তিনটি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৮ হাজার ২৮৬ জন উপনির্বাচনে আমেনা খাতুন (কলস মার্কা) ও আল্লাদী খাতুন  গোলাপ ফুল মার্কা) প্রতিদ্বন্দিতা করছেন। উল্লেখ্য, সংরক্ষিত ৭ ৮ ও ৯ ওয়ার্ডের সাবেক সদস্য নুরজাহান খাতুন গত ২১ আগষ্ট হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর নির্বাচন কমিশন এ আসনটি শুণ্য ঘোষণা করেন। অরপদিকে, ২ নং ওয়ার্ডের সাবেক সদস্য সোহরাব হোসেন ওরফে শরীফ তার সদস্য পদ থেকে পদত্যাগ করাই এ ওয়ার্ডটিকে শুণ্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।