আইন-আদালত

মেহেরপুরে দু’টি বাল্য বিবাহ বন্ধ ।। ২ বর সহ কনের মাতার জরিমানা

By মেহেরপুর নিউজ

November 28, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ নভেম্বর: মেহেরপুরে পুথক দুটি গ্রামে ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্য বিবাহের আয়োজন করায় নাহিদ ও ইমরান নামের ২ বর  সহ এক কনের মাতা রাশিয়া খাতুনের ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুরের দিকে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিনুজ্জামান এ সদর উপজেলার রাধাকান্তপুর ও শ্যামপুর গ্রামে আদালত বসিয়ে এ রায় দেন। ভ্রাম্যমান আদালতের বিচারক শাহিনুজ্জামান জানান, সদর উপজেলার বাড়িবাকা গ্রামের আব্বাস আলীর ছেলে নাহিদ হাসানের সাথে পাশ্ববর্তি রাধাকান্তপুর গ্রামের আওলাদ হোসেনের মেয়ে ৮ম শ্রেনীর ছাত্রী আলিফা খাতুনের এবং উত্তর শালিকা গ্রামের আবু শামার ছেলে ইমরান (২০)  এর সাথে শ্যামপুর গ্রামের গোলজারের মেয়ে তানিয়া (১৪) সাখে বিয়ের প্রস্তুতি চলছিলো। এ সময় এস আই ফারুককে সাথে নিয়ে প্রথমে রাধাকান্তপুরে অভিযান চালিয়ে বর নাহিদ ও কনের মাতা রাশিয়া খাতুন কে ১ হাজার টাকা করে জরিমানা আদায় করে বিয়ে বন্ধ করা হয়। পরে শ্যামপুরে অভিযান চালিয়ে বর ইমরানের এক হাজার টাকা জরিমানা আদায় করে বিয়ে বন্ধ করে দেন আদালতের টিম। ১৯২৯ সালের বাল্য বিবাহ নিরোধ আইনে এ জরিমানা করা হয় বলে জানান আদালতের বিচারক।