আইন-আদালত

মেহেরপুরে দুটি বাল্য বিয়ে বন্ধ করেছে ভ্রাম্যমান আদালত

By মেহেরপুর নিউজ

February 21, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২১ ফেব্রুয়ারি: মেহেরপুর সদর উপজেলার ঝাঝাঁ সরকারী প্রাথমিক বিদ্যালযের ৫ম শ্রেণীর ছাত্রী ছমিরন এবং বলিয়ারপুর গ্রামের মিনহাজের মেয়ে শাহানারা খাতুনের বাল্য বিয়ে বন্ধ করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া বাল্য বিয়ের আয়োজন করাই ছমিরন থাতুনের নানা দোয়াত হোসেনের ৫’শটাকা , সাহানারা খাতুনের বাবার কাছে থেকে ৫’শ টাকা এবং এক বর পক্ষের কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শুক্রবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজনিন সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজনিন সুলতানা মেহেরপুর নিউজকে জানান, গোপন সংবাদে খবর পেয়ে তার নেতৃত্বে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল সাথে নিয়ে প্রথমে মেহেরপুর সদর উপজেলার ঝাঝা গ্রামে অভিযান চালান। এ সময় ৫ম শ্রেনীর ছাত্রী শাহানার বিয়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তার নানার পরিবার। তবে বর পক্ষে ততক্ষনে না আসায় শাজহানার নানার কাছ থেকে মুচলেকা নিয়ে এবং ৫’শ টাকা জরিমানা করে বিয়ে বন্ধ করা হয়। অপরদিকে,মেহেরপুর সদর উপজেলা বলিয়ারপুর গ্রামে অভিযান চালিয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী শাহানারও বিয়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তার পরিবার। এ সময় বরপক্ষ ও কনে পক্ষের অভিভাবকদের কাছে মুছলেকা ও উভয়ের কাছ থেকে ১হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করে বিয়ে বন্ধ করা হয়।