আইন-আদালত

মেহেরপুরে দুটি মামলায় তিন জনের জেল জরিমানা

By মেহেরপুর নিউজ

May 24, 2016

মেহেরপুর নিউজ, ২৪ মে: মেহেরপুরে মাদক পাচার মামলায় রাজা ও মনিরুল নামের দুই মাদক ব্যবসায়ীর ৫ বছর করে জেল দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের দুজনের ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাস করে জেল দেয়া হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল-৪ আদালতের বিচারক চৌধুরী মো: মাহবুবুর রহমান এ দন্ডাদেশ দেন। সাজাপ্রাপ্তদের মধ্যে রাজা মেহেরপুর সদর উপজেলার দফর পুর গ্রামের সিরাজ আলীর ছেলে এবং মনিরুল ইসলাম একই গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ২৭ ডিসে¤^র গাংনী র‌্যাব ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মির বেলায়েত হোসেনের নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলার দফরপুর কোলা সড়ক থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ রাজা ও মনিরুল কে আটক করে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলায় ১০ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর আব্দুল জব্বার এবং আসামী পক্ষে খন্দকার একরামুল হক হীরা আইনজীবীর দায়িত্ব পালন করেন। এদিকে, অপর একটি হত্যা মামলায়  চাঁদ আলী নামের এক ব্যাক্তির ২ বছরের কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা

অনাদায়ে আরো ২  মাসের কারাদন্ডাদেশ দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক টি এম মুসা । সাজাপ্রাপ্ত চাঁদ আলী সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের হায়াত আলীর ছেলে।