বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে দুদফা ঝড় ও শীলা বৃষ্টিতে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি

By মেহেরপুর নিউজ

April 20, 2017

মেহেরপুর নিউজ, ২০ এপ্রিল: বুধবার রাতে মেহেরপুর জেলায় দুদফা শিলা বৃষ্টিতে উঠতি ফসলের ব্যপক ক্ষতি সাধিত হয়েছে।

রাতে প্রথম দফায় সাড়ে ৮টার দিকে শীলা বৃষ্টি ও ঝড়ে এবং রাত ১ টার দিকে মেহেরপুর জেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ো হাওয়ায় উঠতি ধান। এবং আম, লিচু, কাঠাল,কলা, নাজিনা ডাটা সহ মাঠের উঠতি ফসলের ব্যপক ক্ষতি হয়। একই সাথে বিপুল পরিমান গাছ ভেঙে পড়ে।

এদিকে ঝড় ও বৃষ্টির কারণে সদর উপজেলার আমঝুপি ডাল ও তৈল বীজ উদপাদন খামারের সুর্যমুখী, সয়াবিন, মুগডাল ও তিল বীজের লক্ষমাত্রা অর্জিত হবে না। এদিকে বৃষ্টির কারনে খামারের চার একর সূর্যমুখী, ৬ একর সয়াবিন, ৫ একর মুগডাল, ১৫ একর তিল বীজের প্রায় অর্ধেক নষ্ট হয়ে গেছে বলে খামার কর্তৃপক্ষ জানান।