মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার মেসার্স জাকির এন্ড ব্রাদাস থেকে ৭ ব্যারেল ডিজেল, মবিল, ও কেরোসিন তেল চুরি হয়েছে।শনিবার ভোরের দিকে এ চুরির ঘটনা ঘটে।
জানাগেছে মেহেরপুর শহরের প্রাণকেন্দ্রে হোটেল বাজার মোড়ে পিজির উদ্দিনের ছেলে মেসার্স জাকির এন্ড ব্রাদাস স্বত্বাধিকারী আমিনুর ইসলামের ডিজেলের দোকানের সামনে রাখা ৩ ব্যারেল মবিল, ২ ব্যারেল কেরোসিন, ১ ব্যারেল ডিজেল, ১ ব্যারেল পোড়া মবিল চুরি হয়ে যায়। চুরি হওয়া ডিজেল, মবিল ও কেরোসিন তেলের আনুমানিক মূল্য ২ লক্ষ ১০ হাজার টাকা।
সিসি ফুটেজে দেখা গেছে ভোর ৩টা থেকে সাড়ে ৩ টার মধ্যে নাম্বার বিহীন একটি ট্রাক ঐ এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করে। পরে দোকানের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। এরপর পরই ৭ ব্যারেল ডিজেল, কেরোসিন এবং মবিল ট্রাকে তুলে নিয়ে দ্রুত চলে যায়। খবর পেয়ে সকালে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।