টপ নিউজ

মেহেরপুরে দুর্নীতি ও অনিয়মকারি অভিযোগ তুলে শিক্ষকদের বিরুদ্ধে মানববন্ধন

By মেহেরপুর নিউজ

October 17, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিজানুজ্জামানকে দুর্নীতি বাজ ও অনিয়মকারি অভিযোগ তুলে বদলির দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগ।

বৃহস্পতিবার বিকালে মেহেরপুর জেলা প্রেসক্লাবের সামনে সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুলকার নাঈম বাযেজিদ।

মানববন্ধন চালাকালিন বক্তব্য দেন, জেলা সেচ্ছাসেকলীগের নেতা মতিউর রহমান মতি, জেলা ছাত্রলীগের সহ সভাপতি দুলাল মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রিংকু মাহমুদ, যুগ্ম সাধারন সম্পাদক সুইট মাহমুদ, শহর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সাংগঠনিক আবুল কালাম আজাদ বকুল, জেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি সোহেল রানা প্রমূখ।

এসময় মানববন্ধনে ছাত্রলীগ নেতা আশিক, আলিফ, জনি, মনি, হিরা, আরিফুল ইসলাম, তানমুন ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।