বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে দুর্লভ গাছটির নাম ‘নাগলিঙ্গম’ গাছটির শরীর ফেটে এখন উপচে পড়ছে ফুল

By Meherpur News

May 02, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর শহরের কলেজ সড়কে একটি বাড়ির সামনে একটি দুর্লভ গাছ আছে। যে গাছটি প্রায় ১ যুগ ধরে ফুলের ঐশ্বর্য নিয়ে বাড়িটিকে রঙিন করছে। প্রকৃতি গ্রীষ্মের ডাক পাঠালেই গাছটিতে ফুল ফুটে। সেই গাছটির শরীর ফেটে এখন উপচে পড়ছে ফুল, ঢেউ খেলে ফুলের বন্যা বইছে। সাপের ফণার মতো বাঁকানো উদ্যত অজস্র স্নিগ্ধ, উজ্জ্বল ফুল ফুটেছে গাছটিতে।

ফুলে ফুলে ঢাকা পড়েছে গাছের শরীর, বাকল, শাখা-প্রশাখা। গাছটির চারপাশে হাওয়ায় ছড়িয়ে পড়ছে ফুলের মধুগন্ধ। দুর্লভ গাছটির নাম ‘নাগলিঙ্গম’। ফুল পিপাসু, সৌন্দর্যের প্রতীক হিসেবে পরিচিত ওই বাড়ির মালিক ডা.আবু তাহের সিদ্দিক ও তার স্ত্রী ডা. মেলিনা সুলতানা। স্থানীয় জাতেরসহ অনেক বিরল প্রজাতির গাছ আছে এই বাড়িতে। সেই বিরল প্রজাতিরই একটি হচ্ছে নাগলিঙ্গম। প্রায় ১৮ বছর আগে তৎকালীন মেহেরপুরের আর একজন বৃক্ষ প্রেমী মরহুম ডা রজব আলী ডা. মেলিনা সুলতানাকে একটি ফুলের চারা দেন। সেই চারাটি ডা. মেলিনা সুলতানা তার বাড়ির সামনে অর্থাৎ মেহেরপুর শহরের কলেজ মোড় ও ওয়াপদা সড়কের ঠিক মাঝামাঝি তাহের ক্লিনিকের সামনে রোপণ করেছিলেন। তখনো এটা কী জাতের ফুলের গাছ, তা তাঁরা জানতেন না। ধীরে ধীরে গাছটি বড় হয়েছে, চারাটি রোপন করার ৬ বছরের মাথায় গাছে ফুল আসতে শুরু করে। তারপর খোঁজখবর নিয়ে ফুলের জাত চেনা গেছে।

চৈত্রের শেষ থেকে ফুল ফুটতে শুরু করে, ভাদ্র মাস পর্যন্ত ফুল ফুটে। অজস্র ফুলে গাছটি রঙিন হয়ে ওঠে। সকালে এই ফুল থেকে মিষ্টি একটা গন্ধ ছড়িয়ে পড়ে আশপাশে। নাগলিঙ্গম গাছটিতে এখন ফুলের ঢল নেমেছে। গাছটির প্রায় পুরো শরীর ফুলে ঢেকে গেছে। ফুলের রঙে সেজে উঠেছে গাছ। সাপের ফণার মতো ফুটে আছে ফুল। কোনোটি ফোটার অপেক্ষায় গোল হয়ে আছে। অচিরেই কুঁড়িগুলো ঘোমটা খুলে ফুল হয়ে মাধুর্যের ফণা তুলবে। গাছটির একেবারে নিচ থেকে ওপরের শাখা-প্রশাখা পর্যন্ত ফুল ফুটেছে, একটুও ফাঁক নেই। পাতাই দেখা যায় না, এত ফুল! গাছ থেকে চোখ ফেরানোর উপায় নেই। ‘চোখ না ফেরালে অনন্তকাল থাকিতে যে হবে এই বনে’—এমন একটা অবস্থা। গাছের নিচে ঝরে পড়েছে ফুলের অসংখ্য পাপড়ি।

গাছের নিচটুকু ফুল আঁকা রঙিন চাদরের মতো হয়ে আছে। অনেকে ফুল দেখতে ভিড় করছেন এই বাড়িতে। অনেকের কাছেই নাগলিঙ্গম নতুন এক বিস্ময়ের ফুল। নাগলিঙ্গম ফুল থেকে এই গাছটিতে ফল ও লক্ষ্য করা গেছে। তবে ফুলটি যতটা সুন্দর ফলটি ততটাই কুৎসিত, ফুলের গন্ধ ফোটে। কিন্তু ফলের দুর্গন্ধে সেখানে টেকা দায়। বিরল এই নাগলিঙ্গম মেহেরপুরের গাংনীতেও একটি ছিল। তবে সেটি বছর খানিক পূর্বে সড়ক সম্প্রসারণের কারণে কাটা পড়ে যায়।

ডা. মেলিনা সুলতানা অনেকটা আক্ষেপের সুরে বললেন, নাগলিঙ্গম এর পাশেই ছিল আর একটি সৌন্দর্য বর্ধন কাঠ বাদামের গাছ। সড়ক সম্প্রসারণের কারণে সেই গাছটি কাটা পড়ে। তিনি জানান, খুব দুঃখ পেয়েছিলাম গাছটি কাটাতে। গাছটি কাটা পড়ার পর কদিন বাড়ির সামনে বেরোতেই পারেনি। তবে নাগলিঙ্গম এর ফুল আসতে শুরু করায় মনের দুঃখ কিছুটা লাঘব হয়।