বিশেষ প্রতিবেদন

মেহেরপুরে দেদারছে বিক্রি হচ্ছে গাইড ও নোট বই।। ৭শ ৩০টাকার বই বিক্রি হচ্ছে ১৫শ টাকায়

By মেহেরপুর নিউজ

April 09, 2012

মেহের আমজাদ,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ এপ্রিল: মেহেরপুরে বইয়ের দোকান গুলোতে ৭শ ৫০ টাকার বই বিক্রি হচ্ছে ১৫শ টাকায়। শিক্ষার্থীরা এত টাকা দিয়ে বই কিনতে দিশেহারা হয়ে পড়ছে। পাঞ্জেরী প্রকাশনির ৮ম শ্রেনীর গাইড বইয়ের দাম ৭শ ৫০ টাকা কিন্তু বই পাওয়া যাচ্ছে না এ অযুহাতে বইয়ের দাম দ্বিগুন বাড়িয়ে দেওয়া হয়েছে। গোপনে এ বইটি বাজারে বিক্রি হচ্ছে সাড়ে ১৪শ থেকে ১৫শ টাকায়। প্রশাসনের ঝাটিকা অভিযানের কারনে দোকানে বিক্রি বন্ধ হলেও গোপনে বিক্রি হচ্ছে এসব নিম্নমানের গাইড বই। সরকার কর্তৃক বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হলেও বিভিন্ন পুস্তক বিক্রেতাগন দেদারছে বিক্রি করছে গাইড ও নোট বই। এসকল নোট ও গাইড বই ভুলে ভরা। তাছাড়া কাগজ অত্যন্ত নিম্ন মানের। কতিপয় শিক্ষক বিভিন্ন প্রকাশনীর কাছ থেকে উৎকোচ নিয়ে ছাত্র-ছাত্রীদেরকে গাইড বই ও নোটবই কিনতে উৎসাহ প্রদান করছে বলে অভিযোগ উঠেছে। এতে করে ছাত্র- ছাত্রীদের ভবিষ্যত অন্ধকারে নিমজ্জিত হবে বলে অভিভাবক ও সচেতন মহল জানিয়েছেন। প্রাপ্ত তথ্যমতে, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ ভেবে ও মেধা যাচাইয়ের জন্য সরকার বাজারে গাইড ও নোট বই বিক্রি নিষিদ্ধ করে। সেই সাথে সরকার এনসিটিবি কর্তৃক প্রকাশিত বই সরবরাহ করে। অথচ কতিপয় শিক্ষক সরকারী নিয়মকে তোয়াক্কা না করে বিভিন্ন প্রকাশনীর সাথে আঁতাত করে নোট ও গাইড বই বাজার জাত করছে এবং ছাত্র -ছাত্রীদের ওই সকল বই কিনতে উৎসাহ প্রদান করছেন। এমনকি ক্ষেত্র বিশেষে কিনতে বাধ্য করা হচ্ছে। অনেকেই অভিযোগ করেছেন যে, একেক বিষয়ের শিক্ষক ও যিনি  যে বিষয়ে যে সকল ছাত্রদের প্রাইভেট পড়ান তিনি তাদেরকে সে বিষয়ে নিজের পছন্দ মতো প্রকাশনীর বই কিনতে বলেন। প্রশ্নপত্র তৈরীতেও ঐ গাইড বা নোট বই অবলম্বন করেন। ফলে যারা অন্য গাইড কিনে , তারা পড়ে বিপাকে। সরেজমিনে দেখা যায়, সোমবার সকালে মেহেরপুরে হোটেলবাজারে অবস্থিত “বই জগৎ” বইয়ের দোকানে বই কিনতে যাওয়া ৮ম শ্রেনীতে পড়ুয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানায়, সৃজনশীল প্রশ্ন হওয়ায় শিক্ষকেরা আমাদের সেভাবে বোঝাতে পারে না তাই গাইড বই কিনতে বাধ্য হয়। পাঞ্জেরী প্রকাশনির ৮ম শ্রেনীর গাইড বইয়ের দাম ৭শ ৫০ টাকা কিন্তু দোকানে এসে শুনি এ বইয়ের দাম ১৫শ টাকা। মেহেরপুর বই জগৎ লাইব্রেরীর মালিক মোনায়েম মুঠো ফোনে বলেন, বাজারে বই পাওয়া যাচ্ছে না। যে কয়েকটি বিক্রি হচ্ছে তা সাড়ে ১৪শ থেকে ১৫শ টাকার কমে বিক্রি হচ্ছে।  পাঞ্জেরী প্রকাশনির ৮ম শ্রেনীর গাইড বইয়ের দাম ৭শ ৫০ টাকা কিন্তু বই পাওয়া যাচ্ছে না এমন অভিযোগে বইয়ের দাম দ্বিগুন হয়েছে। মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র শাকিল জানায়, ক্লাসের সহপাঠিদের একেকজন একেক ধরণের গাইড কিনেছে। একই পড়া ভিন্ন ভিন্ন। কোন গাইডের সাথে কোন গাইডের মিল নেই। তবে গাইডে অনেক ভুল রয়েছে। তেতুঁলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর  ছাত্রী রুমকি , রেখা ও ৯ম শ্রেণীর ছাত্র তানভির জানায়, শিক্ষকগন তাদেরকে ভাল রেজাল্টের জন্য গাইড বই কিনতে পরামর্শ দিলে তারা জুপিটার গাইড কিনেছে। তবে শিক্ষকগন বলেছেন যারা প্রাইভেট পড়তে পারেনা তাদের জন্য গাইড বই জরুরী। বাজারে গাইড বই বিক্রির বিষয়ে গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামিম আহমেদ জানান, এ পর্যন্ত তার কাছে কেউ বলেনি যে শিক্ষকরা গাইড ও নোট বই কেনার জন্য পরামর্শ কিংবা চাপ দিচ্ছে। যদি অভিযোগ পাওয়া যায় তাহলে ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া জেলা শিক্ষা অফিসার প্রয়োজন মনে করলে টাক্সফোর্স গঠন করে বিভিন্ন বই ঘরে অভিযান চালাতে পারে। এটা সময়ের ব্যাপার মাত্র।