বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে দোকানে চুরি, নগদ টাকা ও মালামাল লুট

By Meherpur News

September 01, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর শহরের ওয়াপদা সড়কের একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল নগদ অর্থসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। রবিবার দিবাগত রাতে যে কোনো সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সংঘবদ্ধ চোরের দল শহরের ওয়াপদা সড়কের প্রান্তিক সিনেমা হলপাড়ার ক্যাফে গার্ডেনের পেছনের দিক থেকে টিন কেটে দোকানে প্রবেশ করে। এ সময় তারা প্রায় ৪ হাজার টাকা নগদ অর্থসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। চুরি শেষে চোরেরা দোকানের সিসি ক্যামেরা ভেঙে ফেলে রেখে যায়।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।