বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে দোকান কর্মচারীকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

By মেহেরপুর নিউজ

January 02, 2018

মেহেরপুর নিউজ, ০২ জানুয়ারী: মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় দোকান কর্মচারী জুলন ও হাসানকে মারধর করার প্রতিপাদে ও এর বিচারের দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে এই অবরোধের ঘটনা ঘটে। পরে জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল বিচারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। ব্যাবসাযীরা জানান, মঙ্গলবার জেলা শিক্ষা অফিসের কর্মচারী মিজানু রহমান মোটর সাইকেল রাখাকে কেন্দ্র করে দোকান কর্মচারী জুলন ও হাসানকে মারধর করে। খবর পেয়ে সাধারণ ব্যবসায়ীরা প্রতিবাদ করলে তিনি পালিয়ে যান। এই ঘটনায় ব্যাবসাযীরা সকড় অবরোধ করে এর প্রতিবাদ জানান। পরে জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল বিচারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেন ব্যবসায়ীরা।