বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে দোকান না ভাঙার দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

By মেহেরপুর নিউজ

December 17, 2017

মেহেরপুর নিউজ,১৭ ডিসেম্বর: মেহেরপুর সদর উপজেলার বারাদিতে জেলা পরিষদের জমিতে স্থাপিত আধাঁপাকা দোকান ঘর না ভেঙে ব্যবসা করতে দেওয়া দাবিতে স্থানীয় মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। রবিবার দুপুরে মেহেরপুরে জলা প্রশাসকের সামনের কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচী পালন করেন ব্যবসায়ীরা। পরে তারা জেলা প্রশাসকের কাছে তাদের দাবি স¤^লিত স্মারকলিপি জমা দেন। স্থানীয় ব্যবসায়ী সেলিম বিশ্বাসের নেতৃত্বে মানববন্ধনে মোতাকাব্বির রহমান, আবু জাফর লিটন, মিলন রেজা, আব্দুল মাবুদ, ইদ্রিস আলী, আজিজুল ইসলামসহ স্থানীয় অর্ধশত ব্যবসায়ী অংশগ্রহণ করেন। স্মারকলিপিতে ব্যবসায়ীরা জানিয়েছেন, মেহেরপুর-চুয়াডাঙগা সড়কের সদর উপজেলার বারাদি বাজারের উত্তরপাশে জেলা পরিষদের জমিতে প্রায় ৩০ টি আধাপাকা দোকান ঘর নির্মান করিয়া ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি জেলা পরিষদ ওই দোকানগুলি ভেঙে নতুন করে পাকা দোকান ঘর করার ইচ্ছা প্রকাশ করেছে। নতুন দোকান নিতে তিন লাখ করে দাবি করা হয়েছে যা তাদের পক্ষে দেওয়া অসম্ভব।