বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে দোয়েল বুক হাউজের বিরুদ্ধে ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগ

By মেহেরপুর নিউজ

January 27, 2019

মেহেরপুর নিউজ, ২৭ জানুয়ারি: মেহেরপুরের দোয়েল বুক হাউজের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করার অভিযোগ করেছেন সাজু শেখ নামের এক অভিভাবক। রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কাছে তিনি লিখিত অভিযোগ জমা দেন। লিখিত অভিযোগে সাজু জানান, তার মেয়ে সাফিয়া বিনতে শেলী ল্যাবরেটরী কিন্ডারগার্টেন স্কুলের ২য় শেণীর ছাত্রী। তার স্কুল থেকে সরকারি পাঠ্য বইয়ের বিপরীতে আরো ৯টি বই কেনার জন্য দেওয়া হয় এবং বই গুলো দোয়েল বুক হাউজে পাওয়া যাবে। সেখানে প্রয়োজনীয় কয়টি বই কিনতে গেলে দোকান কর্মচারী জানান পুরো প্যাকেজ কিনতে হবে। আমার কাছে পুরো প্যাকেজের দাম পরিমান টাকা না থাকায় এক বন্ধুর কাছে থেকে ঋণ নিয়ে বই গুলো ক্রয় করি। কিন্তু ৯টি বইয়ের স্থলে ৮টি বই দিয়েছেন। এবং বইয়ের মলাটে ৬৮৭ টাকা থাকলেও নেওয়া হয়েছে ৭৭০ টাকা। এ ব্যাপারে ল্যাবরেটরী স্কুলে অধ্যক্ষ মজিবর রহমান জানান, দোকানদারের উচিত যার যে কয়টি বই লাগবে তা বিক্রি করার। পুরো প্যাকেজ কেনা অভিবাবকের জন্য বড় কষ্টসাধ্য । এ ব্যাপারে আমরাও অভিযোগ পেয়েছি। তবে দোয়ল বুক হাউজের মালিক আব্দুল আজিজ জানান, কোম্পানী থেকে পুরো প্যাকেজ না কিনলে আমাদেরবই দেয়না। তাই পুরো প্যাকেজ ধরেই বই বিক্রি করতে হচ্ছে। তবে দাম নেওয়ার বিষয়টি ভুল হয়ে থাকতে পারে বলে তিনি জানান।