অন্যান্য

মেহেরপুরে ধর্মীয় ভাবগাম্ভির্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে ঈদ উল ফিতর

By মেহেরপুর নিউজ

July 18, 2015

মেহেরপুর নিউজ, ১৮ জুলাই: মেহেরপুরে ধর্মীয় ভাবগাম্ভির্য ও উৎসবমুখর পরিবেশে ঈদ উল ফিতরের নামায আদায়ের মধ্যে দিয়ে মুসলমান সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর উদযাপন শুরু হয়েছে। ধনী, গরিব, ছোট, বড়, আবাল, বৃদ্ধ, বণিতা সকলেই নতুন পোশাকে সেজে আতর খুশবু লাগিয়ে ঈদের জামায়াতে সামিল হয়েছে।নামায শেষে একে আপরের সাথে কোলাকুলি করে নিজেদের  সৌহার্দপূর্ণ ভাতৃত্বকে ঝালিয়ে নিলেন সবাই। এ যেন এক মহামিলন। আসুন জেনে নিই মেহেরপুরের রাজনৈতিক, প্রশাসনিক ও বিশিষ্ট নাগরিক কারা কে কোথায় আদায় করলেন ঈদের নামায?

প্রধান জামায়াত:

শনিবার সকাল সাড়ে ৮টায় মেহেরপুর নতুন পৌর ঈদগাহ ময়দানে ঈদের নামায অনুষ্ঠিত হয়। যেখানে নামায আদায় করেণ মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন,জেলা প্রশাসক শফিকুল ইসলাম, পুলিশ সুপার হামিদুল আলম, জেলা ও দায়রা জজ মো: রবিউল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খাইরুল হাসান, সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় সদস্য মাসুদ অরুণ, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ বিজন, পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু, মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরন্যসহ এলাকার হাজার হাজার মুসল্লীরা।

২য় জামায়াত: ঈদের ২য় জামাত সকাল পোনে ৯টায় অনুষ্ঠিত চুয়াডাঙ্গা সড়কের পুরাতন ঈদগাহ ময়দানে। যেখানে নামায আদায় করেণ সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহসম্পাদক এম এ এস ইমন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আক্কাস আলী, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক মাহবুবুল হক পোলেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব কে এম আতাউল হাকিম লাল মিয়া, জাগো মেহেরপুরের মুখপাত্র শোয়েব রহমান,মেহেরপুর নিউজের স্টাফ রিপোর্টার মুজাহিদ মুন্নাসহ এলাকার মুসল্লীরা।

৩য় জামায়াত:

ঈদের ৩য় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায় মেহেরপুর কোটর্ জামে মসজিদ ঈদগাহ ময়দানে। যেখানে নামায আদায় করে ,মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলোসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার বৃন্দও এলাকার মুসল্লীরা নামায আদায় করেণ। আহলে হাদিস জামায়াত: সকাল সাড়ে ৭টায় মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্কে আহলে হাদিস জামায়াতের নামায অনুষ্ঠিত হয়। যেখানে নামায আদায় করেণ হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক তোজাম্মেল আযম, মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক ইয়াদুল মোমিনসহ আহলে হাদিস জামায়াতের অনুসারীরা সেখানে নামায আদায় করেন। এছাড়া মহিলারা এখানে জামায়াতে পবিত্র ঈদ উল ফিতরের নামায আদায় করেণ।

পুলিশ লাইন জামায়াত: মেহেরপুর পুলিশ লাইন মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের নামায অনুষ্ঠিত হয়।  অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান সহ পুলিশের কর্মকর্তা ও পুলিশ সদস্য সেখানে নামায আদায় করেণ। তাঁতীপাড়া মহিলা দাখিল মাদ্রাসায় সকাল সোয়া ৮টায় ঈদের নামায অনুষ্ঠিত হয়। মেহেরপুর মহিলা কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর ইসমাইল হোসেন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম পালুহ এলাকার মুসল্লীরা সেখানে নামায আদায় করেণ। খন্দকাপাড়া জামায়াত:

খন্দকার পাড়া ঈদগাহে ময়দানে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, সাবেক পিপি ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটিরে গভর্ণিং বডির মে¤^ার অ্যাড. খন্দকার একরামুল হক হীরা, মেহেরপুর নিউজের চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পলাশ খন্দকারসহ এলাকার মুসল্লীরা সেখানে নামায আদায় করেণ।

গাংণীর জামায়াত:

সকাল সাড়ে ৮টায় গাংনীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু এলাকার মুসল্লীরা সেখানে নামায় আদায় করেন। এ ছাড়া হিন্দা ঈদগাহ ময়দানে নামায আদায় করেছেন সাবেক এমপি ও কেন্দ্রীয় বি্‌এনপি’র ত্রান বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন, তেরাইল ঈদগাহ ময়দানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুজ্জামান খোকন, গাংনী নিউজ ২৪ এর সম্পাদক ফারুক হোসেন হাড়িয়াদহ ঈদগাহ ময়দানে নামায আদায় করেছেন।

আমঝুপি জামায়াত: আমঝুপি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আমঝুপি ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সমম্পাদক বোরহান উদ্দিন আহেমদ চুন্নু, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা, মেহেরপুর শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান, মেহেরপুর নিউজের স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম, প্রক্যেশলী জিয়াউর রহমান মুকুলসহ এলাকার মুসল্লীরা সেখানে নামায আদায় করেণ । এছাড়াও মেহেরপুর শহরের শেখপাড়া ঈদগাহগ ময়দানে সকাল সাড়ে ৮টায়, বেড়পাড়া ঈতদগাহ ময়দানে সকাল সাড়ে ঈদের নামায অনুষ্ঠিত হয়েছে।