বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ধূলিঝড়, এরপর স্বস্তিদায়ক বৃষ্টি

By মেহেরপুর নিউজ

April 22, 2022

মেহেরপুর নিউজ:

বৈশাখের প্রথম ধূলিঝড়, এরপর স্বস্তিদায়ক বৃষ্টি। আর এই স্বস্তির বৃষ্টিত ইটভাটায় মাটি বহন করার কারণে মেহেরপুর জেলার কয়েকটি সড়কে যান সহ জনজীবন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকালের দিকে মেহেরপুর শহর সহ শহরের আশপাশে স্বস্তিদায়ক বৃষ্টি হয়।

রোজা শুরু হওয়ার পর গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে রোজাদার সহ সকলেই হা হ্যাপিত্যেশ করছিল। কয়েকদিন যাবত মেহেরপুরে মেঘের দেখা মিললেও কাঙ্খিত বৃষ্টি হচ্ছিল না। শুক্রবার সকাল থেকেই মেঘের ঘনঘটা লক্ষ্য করা যায়। এর পরে শুরু হয় প্রচন্ড দাবদাহ।

বিকেলের ঠিক পূর্ব মুহূর্তে কালো ঘন মেঘে ছেঁয়ে যায় মেহেরপুরের আকাশ। শুরু হয় ধুলো ঝড়। ধূলিঝড় বন্ধ হওয়ার পরপরই কাঙ্ক্ষিত সেই স্বস্তিদায়ক বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হওয়ার পরপরই শীতল বাতাস রোজাদার সহ সকলের মনে স্বস্তি ফিরে আসে।এদিকে বৃষ্টি শুরু হওয়ার পরপরই মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় ইটভাটায় মাটি বহন করায় রাস্তার উপরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মাটি আর বৃষ্টির পানিতে কর্দমাক্ত হয়ে যায়।

এ সময় মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সড়ক, মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর সড়ক, গাংনী উপজেলার ধানখোলা সড়ক, চিৎলা সড়ক,হাড়িয়াদহ সড়কসহ বিভিন্ন সড়কের উপরে কাদা জমে থাকায় যানসহ জনজীবন চলাচল দুর্বিষহ হয়ে পড়ে। বিষয়টি প্রশাসনের নজরে আনার দাবি জানানো হয়।