আইন-আদালত

মেহেরপুরে নকল খাদ্য সামগ্রী তৈরি করায় কারখানা সিলগালা, ২ লাখ টাকা জরিমানা

By মেহেরপুর নিউজ

June 06, 2017

মেহেরপুর নিউজ,০৬ জুন: মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে অবৈধভাবে খাদ্য সামগ্রী ও প্রসাধনী তৈরির করার অপরাধে মা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল এ আদালত পরিচালনা করেন। একই সঙ্গে ওই কারখানটি সিলগালাসহ বিপুল পরিমান পণ্য নষ্ট করে দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতের বিচারক রামানন্দ পাল জানান, সদর উপজেলার গোভীপুরে মেসার্স মা এন্টার প্রাইজ নামের কারখানায় ভেজাল সুজি, শরিসার তেলসহ বিভিন্ন পন্য তৈরি, সংরক্ষণ ও বাজারজাত করায় ২ লাখ টাকার জরিমানা ও কারাখানা সিলগালা করা হয়। সিলগালা করা কারাখানটি বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামান ও ৪ নম্বর ইউপি সদস্য ইমরান হোসেনের তত্ববধানে দেওয়া হয়। তিনি আরো জানান, ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫০ ধারায় অভিযুক্ত করে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ আদেশ দেওয়া হয়েছে।