মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদান করছেন ড. মোহাম্মদ আবদুল ছালাম। তিনি এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমান জেলা প্রশাসক সিফাত মেহনাজকে বদলি করে কুড়িগ্রামের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।