অন্যান্য

মেহেরপুরে নবমী ও দশমী মধ্যে দিয়ে দূর্গোৎসব শেষ ।। শনিবার বিসর্জন

By মেহেরপুর নিউজ

October 03, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ অক্টোবর: তিথী অনুযায়ী ভোরে নবমী ও সকালে বিজয়া দশমীর মধ্যে দিয়ে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবের অনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও শনিবার বিসর্জন দেয়া হবে। শু্ক্রবার বিজয়া দশমীর পর থেকে পূজা মন্ডপগুলোতে সিদুঁর পড়ানো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে রাতে মন্দির গুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিকে,শুক্রবার সকাল থেকে জেলা প্রশাসক মাহমুদ হোসেন মেহেরপুর শহরের ৪টি পূজা মন্ডপ সহ

গাংনী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন , এনডিসি আমীনুল ইসলাম পরিদর্শন কালে তার সাথে ছিলেন। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, সাধারন সম্পাদক অভিজিৎ বসু, সহসভাপতি অ্যাড. পল্লব ভট্রাচার্য অতিথীদের স্বাগত জানান।