মেহেরপুর নিউজ:
মেহেরপুর পুলিশ বিভাগের উদ্যোগে নভেম্বর ২০২৫ মাসে জেলায় নবযোগদানকৃত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) ৫ দিনব্যাপী ব্যবহারিক ও রিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করা হয়েছে। শনিবার মেহেরপুর পুলিশ লাইন্সে এ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
ব্যবহারিক ওরিয়েন্টেশন কোর্সে সর্বমোট ১২ জন টিআরসি অংশগ্রহণ করছেন। কোর্সের মাধ্যমে নবীন সদস্যদের মাঠপর্যায়ের দায়িত্ব, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জনসেবা প্রদান এবং পেশাদারিত্বের বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।