বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা

By Meherpur News

December 11, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের নবাগত পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়ের সাথে জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভা আয়োজন করা হয়।

পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেহেরপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভায় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।