মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার রাজনগর মাঠে অনুষ্ঠিত নাইছ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল গোল বাতিলের দাবিতে অমীমাংসিতভাবে শেষ হয়েছে।
রবিবার বিকেলে চাঁদবিল শেরে বাংলা ক্লাব ও রাধাকান্তপুর ফুটবল একাদশের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়। দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে চাঁদবিল শেরে বাংলা ক্লাবের খেলোয়াড় মহব্বত একটি গোল করলে রেফারি গোলের বাঁশি বাজিয়ে দেন। তবে রাধাকান্তপুর একাদশের খেলোয়াড়রা অফসাইডের অভিযোগ তুলে গোল বাতিলের দাবি জানায়।
রেফারি তার সিদ্ধান্তে অটল থাকলেও, পরে কোনো সমাধান না আসায় আলো স্বল্পতার কারনে খেলা অমীমাংসিত রেখে উভয় দল মাঠ ত্যাগ করে।