বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে নাগরিক সমাবেশের নামে সচিব পিটানো কাউন্সিলরের বন্দনা

By মেহেরপুর নিউজ

January 02, 2013

মাহবুবুল হক পোলেন,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২জানুয়ারী: নাগরিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিবাদ সমাবেশের নামে পৌর সচিবকে পিটানো কাউন্সিলর মনিরুল ইসলাম মনির বন্দনা সমাবেশে সম্পন্ করলেন আয়োজকরা। আজ বুধবার সন্ধ্যা ৭ টার দিকে  নাগরিক অধিকার রক্ষায় সমাবেশ নামে মেহেরপুর প্রেসক্লাবের সামনে লাঠিশোটা নিয়ে পুলিশ পাহারায় কাউন্সিলর মনির বন্দনা করে নাগরিক  সমাবেশের আহবায়ক ও সভাপতি নিশান সাবেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, যুবলীগের নেতা শেখ

মোমিন, শহর আওয়ামীলীগ নেতা মুকুল প্রমুখ । বক্তারা বলেন, মেহেরপুর পৌরসভাকে দুর্নিতির আখরায পরিনত করেছে পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু। কাউন্সিলর মনি মেয়রের আন্যায় দুর্নিতির বিরুদ্ধে প্রতিবাদ করায় এখন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে । তাকেও হত্যার প্ররিকল্পনা করা হচ্ছে। আনুষ্ঠানের আয়োজক নিশান সাবেরের কাছে মুঠো ফোনে নাগরিক সমাবেশে লাঠিশোটা বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, লাঠি ছিল নাকি ? সমাবেশে হামলা হবে এমন খবর পেয়ে কেউ কেউ লাঠি নিয়ে আসতে পারে বলে তিনি জানান।