বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে নাটক “বোধন” মঞ্চায়ন

By মেহেরপুর নিউজ

October 22, 2021

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে মেহেরপুর সরকারি কলেজ মাঠে বোধন নাটক মঞ্চায়ন করা হয়েছে। শুক্রবার রাতে এ নাটক অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড.মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে জুমের মাধ্যমে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী নাটকের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম,জেলা ও দায়রাজজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম, বিজিবি-৬ এর পরিচালক লে,কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান, সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম।পরে সেখানে মুজিব শতবর্ষ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গণহত্যার পরিবেশ থিয়েটারের ভাবনা ও পরিবেশনায়, লিয়াকত আলী লাকীর বোধন নাটক মঞ্চায়ন করা হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা ১৯৭১ সালের গণহত্যার বিভিন্ন চিত্র তুলে ধরে নাটক অংশগ্রহণ করেন। বিপুল পরিমান দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।