মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ আগস্ট: মেহেরপুর জেলা নাটাবের উদ্যোগে যক্ষা নিয়ন্ত্রন বিষয়ক শিক্ষক সমাজের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয মিলনায়তনে জাতীয় যক্ষা নিরোধ কর্মসূচীর আওতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বক্ষব্যাধি ক্লিনিকের কর্মকর্তা ডা. মনিরুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ব্র্যাকের উপজেলা ব্যবস্থাপক আব্দুর রশিদ। সভাপতিত্ব করেন মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক। বক্তব্য রাখেন,নাটাব প্রতিনিধি বিধান কুমার দত্ত এবং সহকারি শিক্ষক সেকেন্দার আলী প্রমুখ।