ইতিহাস ও ঐতিহ্য

মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালিত

By মেহেরপুর নিউজ

March 26, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ মার্চ: মেহেরপুর জেলা প্রশাসনের ইদ্যেগে নানা আয়োজনের মধ্য ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। কর্মসুচীর মধ্য রয়েছে, ৩১ বার তোপধ্বনীর,শহীদ স্মৃতিস্তম্ভে প্রথমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্পস্তবক অর্পন,কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী,রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতা, পুরুষদের ক্রীড়া প্রতিযোগীতা,বীর মুক্তিযোদ্ধা,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা,মহিলাদের ক্রীড়া প্রতিযোগীতা,বিশেষ প্রার্থনা এবং প্রীতি ফুটবল প্রতিযোগীতা। প্রত্যুষে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে

মেহেরপুর জেলায় ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিনব্যাপী কর্মসূচী শুরু হয়। মেহেরপুর পুলিশ প্রশাসন এ কার্যক্রম পরিচালনা করেন। সকাল সাড়ে ৬ টার দিকে মেহেরপুর কলেজ মোড়ের শহীদ স্মৃতিস্তম্ভে প্রথমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্পস্তবক অর্পন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মো: জয়নাল আবেদীন,মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক সাহান আরা বানু,মেহেরপুর পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার আবুল্লাহহেল বাকি,মেহেরপুর জেলা পরিষদের পক্ষে  জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মিয়াজান আলী, জেলা আওয়ামীলীগ,জেলা মহিলা আওয়ামীলীগ,সদও উপজেলা আওয়ামলীগ সহ এর অঙ্গ সংগঠন,জেলা বিএনপি,মেহেরপুর সরকারি কলেজ,মেহেরপুর সরকারি মহিলা কলেজ সহ বিভিন্ন সামাজিক সংগঠন । সোমবার সকাল ৮ টায় ষ্টেডিয়াম মাঠে মেহেরপুরের জেলা প্রশাসক সাহান আরা বানু আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং কুচকাওয়াজ এ সালাম গ্রহন করেন। এরপর পুলিশ,আনসার,ভিডিপি,স্কাউট,গালর্সগাইড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী.মুক্তিযোদ্ধা সংসদ সহ অন্যান্য প্রতিষ্ঠান-সংস্থার সদস্যদের অংশগ্রহনে শরীর চর্চা প্রদর্শিত হয়। মেহেরপুর শিশু একাডেমী মিলনায়তনে বেলা পৌনে ১১ টায় শিশুদের অংশগ্রহনে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। একই সময়ে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: জয়নাল আবেদীন। সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক সাহান আরা বানু। এছাড়াও জেলার সকল প্রার্থনালয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। বিকেলে মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে বীর মুক্তিযোদ্ধা একাদশ বনাম অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারী’র মধ্য প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে। সর্বশেষ সন্দ্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে “সুখী সমৃদ্ধ ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষে ডিজিটাল প্রযুক্তির সার্বজন ব্যবহার শীর্ষক” আলোচনা সভা,পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।