মেহেরপুর নিউজ ২৪ডট কম,২৩ জুন:
“Innovation in citizens Engagement for effective Governance” এই প্রতিপাদ্য কে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক জনসেবা দিবস। আয়োজনের মধ্য রয়েছে আলোচনা সভা ও র্যালি। আজ শনিবার জেলা প্রশাসনের উদ্যেগে সকাল সাড়ে ৮টার সময় জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসকের সস্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ সংসদ সদস্য জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ্যাঃ মিয়াজান আলী, পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকি। সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ দেলওয়ার হোসেন।