বিশেষ প্রতিবেদন

মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতিয় দিবস ও জাতীর জনকের শাহাদৎ বার্ষিকী পালিত

By মেহেরপুর নিউজ

August 15, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ আগস্ট: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে জাতির জনক বঙ্গবন্দ্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে। আয়োজনের মধ্য রয়েছে,সকল সরকারি ,আধা-সরকারি,স্বায়ত্বশাসিত ভবন,শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা

উত্তোলন,র‌্যালী,প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,আলোচনা সভা,শিশুদের অংশগ্রহনে চিত্রাংকন,রচনা,কবিতা পাঠ,হামদ ও নাত  প্রতিযোগীতা। আজ বুধবার সকাল সাড়ে ৯ টায় মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে স্থানীয় শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে একটি শোক র‌্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকরে কার্যালয়ে বঙ্গবন্দ্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে শেষ হয়। জেলা প্রশাসকের চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন,মেহেরপুরের জেলা প্রশাসক দেলওয়ার হোসেন,পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকি,জেলা আওয়ামীলীগের পক্ষে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মিয়াজান আলী,সদর থানা আওয়ামীলীগের পক্ষে আলহাজ্জ গোলাম রসুল,শহর আওয়ামীলীগের পক্ষে এ্যাড: ইয়ারুল ইসলাম,জেলা যুবলীগের পক্ষে জেলা সভাপতি সাজ্জাদুল আনাম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “জাতির পিতা বঙ্গবন্দ্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক দেলওয়ার হোসেন।