শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শিক্ষা দিবস পালিত

By মেহেরপুর নিউজ

June 13, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ জুন:

“বখাটে সন্ত্রাসীদের প্রতিরোধ করে শিক্ষার সুষ্ঠ পরিবেশ ও ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরন” প্রতিপাদ্য বিষয় কে সামনে নিয়ে  সারাদেশের ন্যায় মেহেরপুর জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় শিক্ষা দিবস । আয়োজনের মধ্য ছিলো বর্ণাঢ্য র‌্যালী ,সমাবেশ ও আলোচনা সভা।

আজ ১৩ জুন রোববার সকাল সাড়ে ৮ টায় মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে সামসুজ্জোহা পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে এসে শেষ হয়। র‌্যালী শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার ইকবাল হোসেন। বক্তব্য রাখেন, মেহেরপুর সরকারি কলেজের উপধ্যক্ষ আব্দুস সালাম,মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাষ্টার আব্দুল মান্নান,মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আনিসুজ্জামান প্রমুখ।